ডাক দিলে প্রভু
- ফয়েজ উল্লাহ রবি
আর হবে না দেখা কভু ডাক দিলে ঐ প্রভু,
অহমিকা ঊর্ধ্বে তবু, নিজেই ভাবে ঋভু ।
কতোটা কাজ করেছ রাজ
হয়নি ইলাজ মন্দতে লাজ!
ফিরতে হবে অমর রবে ধরবে যখন স্বয়ম্ভু।
ঋভু - দেবতা, দেবত্ব প্রাপ্ত মানুষ, দেবতার গুণ বা ক্ষমতা পেয়েছে এমন মানুষ।
স্বয়ম্ভু, স্বয়ম্ভূ -স্বয়ংসৃষ্ট।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২১ মাঘ ১৪৩০, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
১৫-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।