ভালোবাসার অগ্ন্যুৎপাতে
- ফয়েজ উল্লাহ রবি

ভালোবাসার অগ্ন্যুৎপাতে বিশ্ব যে কুপোকাত!
ট্রয় ব্যাবিলন আগ্রা মাঝি মাথিন আনলো প্রভাত!
কিস্তুপ জীবন কয় জনে নেয়?
সত্য প্রেম আর সবাই কি দেয়?
তবু প্রেমের অমর বাণী করে যে আলোকপাত!

নোট-
ট্রয় -হেলেনের জন্য যুদ্ধের ট্রয় নগরী ধ্বংস হয়।
ব্যাবিলন- ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে নির্মিত হয়। সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল ৮০০ বর্গফুট।
আগ্রা-তাজমহল
মাঝি-দশরথ মাঝি
টেকনাফের 'মাথিনের কূপ'-মাথিন।
কিস্তুপ- জার্মান নৌ-সেনা, প্রেমিকার মৃত্যুর পরে ২৫ বছর প্রেমিকার কাপড়ের আদলে কাপড় পড়ে জীবন কেটেছে।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৯ মাঘ ১৪৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৪


১৫-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।