মৃত্যুর আগেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মৃত্যুর আগেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৬-০৩-২০২৪ ইং।
****************************
এই অন্তর কি ভীরু ক্ষণিকের আঁধারকূপে ?
ওই মৃ্ত্যুতো সম্মুখে দাঁড়িয়ে ভয়ঙ্কর রূপে !
জিজ্ঞাসা করো আমার আমিকে
তুমি কে ?
জীবনের গোধূলীতো চলে এলো তবুও—
এই প্রাণ কতো এলোমেলো চিনে নিও
তুমি কে ? তুমি কার ? সম্মুখে কালো মেঘ !
কিসের মোহে পথ চলা শুরু প্রমত্ত বেগ?
চলে এসো আল-কোরআনের ক্যানভাসে
মৃত্যুর আগেই যেন অনন্তের রবি উঠে আকাশে।
বিধাতার রহমপানে নতশির হও বিদ্যুৎগতি
তাঁর বিধানই মুক্তির পথ এই হউক সম্মতি।
আমার আমিতে নাহি কিছু যাব রেখে-
মুত্যুর আগেই কুড়ে নিও আলো পৃথিবী থেকে।
--------------------------------------------------
১৬-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।