তারে ভেবেই
- ফয়েজ উল্লাহ রবি

ও প্রিয় তার ) মনের সাথে মন বান্দিয়া ছাড়লাম আমি ঘর,
- সে আমারে ভুল বুঝিয়া কইরা দিলো পর!
অবশেষে) ঘরের খোঁজে পথে আমি পথেই বাঁধি ঘর।
আমি যে এক) দিবা-নিশি তারেই ভাইবা কাটছে আমার বেলা,
- কি ভুলে সে খেললে এমন পাষাণ নিঠুর খেলা!
ও সে চইল্লাহ) গেলো আমায় ছাইড়া জলে ভাসে জীবন ভেলা।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৮ ফাল্গুন ১৪৩০, ২১ ফেব্রুয়ারি ২০২৪


১৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।