নক্ষত্রের চোখে
- ফয়েজ উল্লাহ রবি
বরফের নীচে ডাকা পড়া গির্জার ঘন্টাটা বেজে উঠে
জানালায় কাঁচে হাত রেখে আঁচে শীতল ছোঁয়া পায় না মোটে!
আকাশের তারা ঘুমেই সারা জেগে থাকা এই শহর একা নয়!
আমিও জেগে সবার আগে –
দ্রুত ছুটে চলা মেট্রোরেলে পড়তেই চোখ নিমেষে আড়াল ।
রাতের শহর নীরব নিস্তব্ধ একাকী কাঁদে লোক শূন্যতায়!
আমি একা জেগে অপেক্ষায়-
ভোরের পায়ে পড়াবো নূপুর, রোজকার এই সকাল সেই দুপুর
সন্ধ্যা বিকাল রাত ঝুপুরঝুপুর !
নক্ষত্রের চোখে-মুখে মৃদু হাসি সে কি তোমার করুণায় ?
বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৮ ফাল্গুন ১৪৩০, ২১ ফেব্রুয়ারি ২০২৪
১৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।