তুমিই ঠিক
- ফয়েজ উল্লাহ রবি
তোমার জায়গায় তুমি সঠিক আমার জায়গায় আমি,
দু’জনার এই জিদের কারণ সম্পর্ক নিম্নগামী।
সব সময়ে তুমিই যে ঠিক এমন কিন্তু নয়,
মাঝে-মাঝে আমার গুলো মানতে কেনো ভয়?
তোমার কাছে আসার গল্পটা দূরে যাওয়ার স্বল্পতা,
খোঁজেই নেবে বিকল্পটা; ভেবেই কল্পনাতীত তপ্ততা!
অল্প দিনে এই দূরত্ব কমছে সকল গুরুত্ব,
মুছে গেছে সব মহত্ত্ব পায় না কেউ অমরত্ব !
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০৯ ফাল্গুন ১৪৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৪
১৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।