পুষ্প সাজ পরাগে
- ফয়েজ উল্লাহ রবি

চাঁদের আলোয় জীবন সাজে সুখের গান যে বাজে,
অতি সুখে থাকিস নে আর গুমরে মুখে লাজে।
অল্প সুখে থাকিস মজে তবেই জীবন সাজে,
আন্দাজে প্রেম থাকলে ডুবে আসবে না আর কাজে।
জ্যোৎস্না জাগে নিত্য রাগে সুখের অনুরাগে,
সুখের জীবন চাইতে পারো ঘৃণা পরিত্যাগে।
আপন যারে ভাবছ ভাগে হয়না বিনা দাগে,
ক্ষতি কি গো রাখিস বুকে পুষ্প সাজ পরাগে!

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০৯ ফাল্গুন ১৪৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৪


১৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।