স্বর্গ অভিমুখে
- ফয়েজ উল্লাহ রবি

মাটির দেহ মাটিতে শেষ মিশে হবে আবার মাটি,
পুণ্য যদি না হয় জীবন শেষ বিচারে থালা-বাটি।
কয়েক দিনেই বিলীন হবে
এক শতাব্দী স্মৃতি র’বে,
সৎ পথে রথ অনিষ্ট নয় সাজুক জীবন পরি-পাটি।

কতো লড়াই এক জীবনে থাকতে একটু সুখে,
সুখ আপেক্ষিক! সোনার হরিণ বাঁধো পাথর বুকে।
- পৃথিবীর এই খেলাঘরে
আসা-যাওয়া একাই মরে,
কেমন হবে যাত্রা তোমার স্বর্গ অভিমুখে ?


শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
১০ ফাল্গুন ১৪৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২৪


১৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।