জেগে উঠুক মুকুল
- ফয়েজ উল্লাহ রবি
তোমার কাছে আমি একটা মস্ত বড় ভুল,
কান্না দিনে তবু পাশে দিয়েছি সুখ দোল!
শর্তহীনে বিশ্বাসে মন দিচ্ছি যে মাশুল,
কাঁটা শুধু পেলাম যাকে ভেবেছিলাম ফুল?
হাত দিয়েছি ধরবো হাতে দিয়েছো আঙুল,
তোমার জন্য সারাটা দিন থাকি যে ব্যাকুল!
ইচ্ছে তোমার যেমন যে চাও; নয় সব অনুকূল,
মানব জীবন কঠিন-কঠোর অনেক প্রতিকূল!
ব্যবধান তো থাকবে কিছু হবেই হুল-স্থূল,
ভুলে সকল মনের দ্বিধা জেগে উঠুক মুকুল!
শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
১০ ফাল্গুন ১৪৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
১৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।