যদি ইচ্ছে না হয়
- ফয়েজ উল্লাহ রবি

যদি তোমার ইচ্ছে না হয় রাখতে চাইনা বেঁধে,
দিন যে আমার কাটুক যেমন হেসে খেলে কেঁদে!
লোক দেখানো সংসার আমার চাইনা কোন মতে,
বলে-কয়ে যেও চলে দিও না লবণ ক্ষতে।।

তুমি তোমার সাজাও জীবন কারো ভালোবেসে
দূরে থেকেই থাকবো খুশি জ্বালাবোনা এসে ।।
নিত্য দিনের সত্য জীবন সাজে রোজ প্রভাতে।।

আমার মতোই থাকবো আমি ভেবোনা তো মিছে,
তোমার যে পথ চলো তুমি এসোনা আর পিছে।।
বাধা কভু হবো না তো তোমার সুখের পথে।।

যেখানে পাও সুখের খবর শান্ত-শান্তির কাননে,
যেতে পারো ইচ্ছে মতো চাইতে খুশি আননে।
হাসি মুখে দেবো বিদাই চড়াই সুখের রথে ।।

আননে - মুখে, বদনে।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
১১ ফাল্গুন ১৪৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪


১৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।