সব কিছুই হারাই
- ফয়েজ উল্লাহ রবি
সুখের আশায় সাজাই জীবন সুখ যে কোথায় পাই?
সোনার হরিণ যায় না ধরা কোথাও দেখা নাই!
কতো জনে করছে লড়াই করতে সুখের বড়াই,
দুঃখ জীবন সবাই যে পায় সুখের দেখা নাই!
সারা জীবন শুধু যে খাই; শেষের কি কামাই?
বিলীন হবে মাটিতে ছাই মিলবে না চাটাই!
মিথ্যে মোহে অহমিকার বাজাই যে সানাই,
'অতি লোভে তাঁতি নষ্ট' তবু ক্রোধ না থামাই!
'নিজের ঢোল নিজেই পিটাই' আপন গানই গাই,
জীবন শেষে দুঃখ বেশে সব কিছু হারাই!
শনিবার, দাম্মাম, সৌদিআরব
১১ ফাল্গুন ১৪৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
১৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।