সোনার দেহ ধুল বালি ছাই
- ফয়েজ উল্লাহ রবি
মাটি মিশে সোনার দেহ ধুল বালি বা ছাই,
এক শতাব্দী হয়তো জীবন কেউ বা কেউ তা পাই!
কতো লড়াই শতো বড়াই
কতো জনে মিথ্যে ডরাই,
সময় ঘড়ি রাখছে ধরি ডাকলে চলে যাই!
যতোই দূর আঁধার ঘোরে কিংবা আলোর পথ ধরে
মৃত্যুরও যম আসবে ছুটে অবশেষে যায় মরে।
পারবে না কেউ পেতে মুক্তি
দেখাও যতোই পেশি শক্তি,
এই পৃথিবীর মাটির উপর মানুষ তো উনপাঁজুরে।
উনপাঁজুরে - হতভাগ্য, দুর্বল।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
১২ ফাল্গুন ১৪৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
১৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।