কীসের বড়াই?
- ফয়েজ উল্লাহ রবি
কিসের তোমার এতো বড়াই এক বিন্দু জল সৃষ্টি,
মিশেই যাবে মাটির সাথে রাখবে না কেউ দৃষ্টি!
থাকবে না তো বাকী কিচ্ছু
পোকা মাকড় খাবে বিচ্ছু,
সমাপ্ত হয় এই যাত্রা যে; শেষেই অন্ত্যেষ্টি!
ডান হাতে নেক যদি না দেয় সব কিছুই যে বৃথা,
এই পৃথিবীর পরীক্ষাতে বাহাদুরি অযথা!
ভুল পথে রথ এই কি প্রথা?
কষ্ট দিলে পাবে-ই ব্যথা,
পুণ্য জীবন না গড়িলে জাহান্নামী হয় গাঁথা!
রবিবার, দাম্মাম, সৌদিআরব
১২ ফাল্গুন ১৪৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
১৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।