জান্নাতের ঐ পেতে ছোঁয়া
- ফয়েজ উল্লাহ রবি
দোজখের ঐ অগ্নি থেকে মুক্তি পেতে চাইলে,
পুণ্য জীবন গড়তে হবে হাজার বাধা পাইলে!
পাপ থেকে দূর অন্যায়ের সুর
সৎ পথে রথ - হবে না ক্রূর,
কোন মুখে এই জবাব দেবে আখেরাতে যাইলে।
জান্নাতের ঐ পেতে ছোঁয়া থাকে যে মন ব্যাকুল,
কতো সুখের ঐ যে জাহান থাকবে সে নিরাকুল
তুলনাহীন অতুলও সে
সব কিছুতে প্রতুলও যে,
স্বর্গেরও ঘ্রাণ আসলে নাকে চাইবে যেতে বিলকুল।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
১২ ফাল্গুন ১৪৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
১৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।