বৃথাই অঞ্জলি
- ফয়েজ উল্লাহ রবি
তোমার কাছে সারা জীবন আমি একটা ভুল,
এমন বলো যেমন তুমি দিচ্ছো যে তার মাসুল।
অনেক দিনের পরে এসে
থাকবে না আর ভালোবেসে,
আজ আমাতে মন্দেরও বাস (গন্ধ) করতে চাও নির্মূল।
আঁধার মাঝে হাত বাড়িয়ে আলোর খোঁজে পথ চলি
মনের কথা মনেই থাকে মুখ ফুটে তা না বলি।
গুমরে মরে মনের ঘরে
অনেক কিছুই আঁস্তাকুড়ে,
শূন্য হাতে গর্ভপাতে বৃথাই সব অঞ্জলি ।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৩ ফাল্গুন ১৪৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
১৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।