চাই মনের চাবি এক দাবি
- ফয়েজ উল্লাহ রবি

পেতে তোমার মনের চাবি এটাই শুধু এক দাবি,
তোমার মাঝেই মিশে আমি তোমার চাই হতে হাবি!
মনের হর্ষে রাত-দিবসে
আশে-পাশে দাঁড়াই বসে,
থাকতে যে চাই ভালোবেসে তোমারই প্রতিচ্ছবি!

বাম পাঁজরে হৃদ মাজারে আছে তোমার বসত,
দিবা-নিশি তোমার পূজায় নানা জাতের রসত।
তোমায় ঘিরে পৃথিবী আজ
মনের ঘরে তোমারই রাজ,
থাকতে পাশে ভালোবেসে ইচ্ছে যে সতত।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৩ ফাল্গুন ১৪৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪


১৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।