প্রিয়ার মন খোঁজে (গীতিকাব্য)
- ফয়েজ উল্লাহ রবি
আমি যে তার প্রেমে পাগল বুঝেও সে না বুঝে,
ডুবে আছি তার মোহনায় তার আছি মন মজে।
কাছে আসে দূরে পালায় থাকে যে সরে-সরে,
চায় না জানতে বাঁচি না তো তার বিহনে যাই মরে।।
সকাল-বিকাল কাছে-কাছি তারেই শুধু মন খোঁজে।।ঐ
শূন্য আমার মনের ঘরে/বেঁধেছে সেই বাসা,
পুণ্য করে জীবন আমার সুখের ভালোবাসা।।
রাত গভীরে স্বপ্ন লোকে প্রিয় তোমার মন খোঁজে।।ঐ
সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৩ ফাল্গুন ১৪৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
১৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।