তোমার প্রেমে ডুবে
- ফয়েজ উল্লাহ রবি

আঁধার কালো ছিলাম আমি; পাইছি আলোর রেখা,
ঊষা হয়ে এলে তুমি জীবন মানে শেখা।
সাদা-সাদা কালো-কালো
লাগতো সবই খুবই ভালো,
মন্দ খারাপ এই ব্যবধান আপন চোখে দেখা।

তোমায় দেয়ার মতো নেইতো কিছু কি দেবো আমি?
দূর পাহাড়ে নূর পাথরে তার চেয়ে বেশি দামী।
হৃদয় জুড়ে অন্তঃপুরে-
সকাল-বিকাল ভর দুপুরে,
প্রাণ জুড়িয়ে তোমায় প্রেমের সুখে রাখতে নামি।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৩ ফাল্গুন ১৪৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪


১৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।