বিজয়িনী মালালা
- রফিকুল ইসলাম রফিক
পর্যটন কেন্দ্র সে তো গড়ের মাঠের মতো উন্মুক্তই থাকে
দখলে সবার, নারী আর পুরুষের সুখময় বিচরণ ভূমি
এমনি এক প্রকৃতির লীলাভূমি সোয়াত উপত্যকায়
জন্মেছিলি, তুই মালালা
দেখেছিলি সুর্য কিরণ দেয় সকলেরে
নারী আর পুরুষের ভাগ করে না।
দেখে দেখে প্রকৃতি মানুষ আর জীবনাচরণ
-নারী শুধু নারী নয় নারীও মানুষ
বুঝেছিলি তুই, পর্দার আড়ালে ওরা কত অসহায়
নারী মন পুড়ে যায় কত কান্নায় কত বেদনায়
বুঝেছিলি, তুই মালালা
কত বেশি প্রয়োজন নারীদের শিক্ষার আলো
তাই তুই নেমে এলি ঘর থেকে বাহিরে।
গোড়াদের লালচোখ, তালেবানি বন্দুক
থামাতে পারেনি তোর আলোর মিছিল
তোর অদম্য ইচ্ছাশক্তির কাছে পরাজিত অসুরের দল
বিজয়িনী, তুই মালালা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।