বুকের মাঝেই আগুন
- ফয়েজ উল্লাহ রবি

দেখি কতো স্বপ্ন আশা বাল্য কালের ভালোবাসা,
ভুলে গিয়ে নতুন করে জীবন সাজাই হয় নিরাশা।
রাতের কালো আকাশ মাঝে জ্বলে তারা মিটি-মিটি,
বুকের মাঝে আগুন আমার জ্বলে ধিকি-ধিকি।

যার কারণে কাঁদে হৃদয় তার জন্য এই মন কাঁদে,
ছেড়ে গেছে সব কিছু যে তারেই সে হৃদয় বাঁধে।
মনের সাথে বেঁধেছে মন তারেই করেছে আপন,
সে দিলো যে দুঃখ হাজার তবু তার সাথে যাপন!

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১৪ ফাল্গুন ১৪৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪


১৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।