সত্যেরই জিত
- ফয়েজ উল্লাহ রবি
হাজার কষ্ট দুঃখ শেষে সত্যেরই হয় জিত,
মিথ্যের হারে অবশেষে মরে হয়ে চিৎ ।
একটু ধৈর্য করে কার্য
সুখ যে থাকে তারই ধার্য,
মিথ্যের ভাগে উঠবে জেগে সব বিরহের গীত।
এই পরাজয় শেষ তো আর নয় এখানে থেকেই শুরু,
আসবে যে জয় মিথ্যে তো নয় পৃথিবীটাই গুরু।
সোজার সাথে চলবে সোজা
বাঁকার উপর অনেক বোঝা,
আসলে আঘাত করতে ব্যাঘাত ভেবো এটা সরু।
শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ ফাল্গুন ১৪৩০, ০২ মার্চ ২০২৪
১৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।