পণ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
সত্য পথে চলবে সদা এই করো পণ,
অকারণে কভু কারো ভেঙ্গো নাকো মন।
ছিন্ন করা হীন কর্ম আত্মীয়তার বাঁধ,
নরক হতেও নিকৃষ্ট পর নারীর ফাঁদ।
হিংসা বিদ্ধেষ গীবত খোলে নরকের দ্বার,
ধৈর্য ক্ষমা সহমর্মিতা প্রভুর পরম উপহার।
ন্যায়ের পথে লড়তে কভু করোনা'ক ভয়,
যুগে যুগে হয়ে আসছে ন্যায় নীতির জয়।
জীবে দয়া করবে যত ততই হবে দামি,
ইনসাফের পথে আছে স্বয়ং জগৎস্বামী।।
১৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।