মানবতার মুক্তি নিশান
- ফয়েজ উল্লাহ রবি

মনোমুগ্ধকর এই পৃথিবী স্রষ্টা কিন্তু এক !
এক নিয়মে চলছে সবই সৃষ্টি গুলো দেখ!
আকাশগঙ্গা ছায়াপথ এই
সূর্য পাশে ঘুরছে যে সেই,
মানুষ তোমার হয়নি জানা রয় বাকি অনেক।

বিশ্ব তোমার নিঃস্ব লাগে না রয় দ্বীনের আলো,
শীর্ষ সবই নিম্ন দেখায়; ঘোর আঁধারে কালো।
নয়তো কিতাব জীবন বিধান
মানবতার মুক্তি নিশান,
সাজানো দিন আখেরাতে কোরআন বাণী জ্বালো।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ ফাল্গুন ১৪৩০, ০২ মার্চ ২০২৪


১৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।