রিজিকের চাবি খানা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রিজিকের চাবি খানা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৯-০৩-২০২৪ ইং
**********************
ওহে মানব, কিসের আশায়! কিসের নেশায়,
অবৈধ পন্থায় ব্যাকুল ছুটেছো এই বসূধায় !
ওই নভোমন্ডলে প্রতিশ্রুত রিজিকতো উড়ে উড়ে
তোমাকেই খুঁজে বেড়ায় এই নশ্বরে ঘুরে ঘুরে ।
বিধি হতে বন্টিত যা কিছু মম,
নহে বেশী কিছু -পাবে তার সম।
লওহে মাহফুজ হতে রিজিক হবে বন্টন,
এই বাণী রাখিও স্বরণ- জীবন –মরণ !
কখনো আসবে ধেয়ে কঠিন পরীক্ষা সকল,
কখনো ভয়ভীতি, কখনো নষ্ট করে ফসল।
ওহে মানব ,প্রভূর হাতেই রিজিকের চাবি খানা,
যতই দৌড়াও তুমি, তার বেশী কখনো পাবে না।
-------------------------------------------
১৯-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।