শরতের বৃষ্টি
- শাওন সারথি
গোধূলি পূর্বে এ কোন ঝড়ে?
জলে ভিজিয়া মগ্ন আমার ঘরে।
বরষা শেষ সেই কবে,
এখন শরৎ এর মধ্য হবে!
অথচ কি ঝড় আসিয়াছে তেড়ে,
গোধূলি পূর্বে আকাশ ঝেড়ে।
একাকি বসে বৃষ্টি পানে চাহিয়া,
নিরালায় নিরবে বৃষ্টি গান গাহিয়া,
যখন চাহিয়াছি ঊর্ধ্ব আকাশে
ভিজে সিক্ত বৃষ্টি বাতাশে
বিছায়াছে আকাশ শাদা আঁচলে
যেন বৃষ্টি জলে মুছে সে কাজলে।
এক টুকরো অখন্ড কালো মেঘ
দিগন্ত ব্যাপিয়া
বলিয়াছে চিৎকারে এই আকাশ ছাপিয়া,
যাহা পাইয়াছি তাহাতো চাইনি?
চাইয়াছি তোমারে, তাই তোমায় পাইনি।
প্রতীক্ষায় কাটে এই বিজন ঘরে
একা একা সখা তোমার তরে।
তাইতো এই আঁখির পরে
হঠাৎ করেই এতো বাদলও ঝরে
শরতের বৃষ্টি হয়ে মগ্ন আমার ঘরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।