অনিবার্য
- ফয়েজ উল্লাহ রবি
অন্ত্যমিলের নান্দনিক নয় সব মানুষের জীবন,
মাধুর্য নয় কদর্য হয় তিলে-তিলে মরণ।
ঠিক করে না চলার পথে কেমন জীবন উদ্যাপন?
অনুধাবন হয়না তো আর মিথ্যে ঘোরে অকারণ।
হাজার বারণ মানে না মন, চায় না হতে সাধারণ,
ধারণ করে ক্রোধ আর রিপু হয়না অসুখ নিবারণ।
খারাপ চিন্তা ভাবনাতে রয় মন্দতে সম্প্রসারণ,
দারুণ তো নয় করুণও হয় কারো ভাগ্য নির্ধারণ।
অনিবার্য মৃত্যু যখন; পাপ করো অপসারণ,
দিনে-রাতে আল্লাহ নামের জিকির করো উচ্চারণ।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৬ ফাল্গুন ১৪৩০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
২০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।