মানুষ নিরুপায়
- ফয়েজ উল্লাহ রবি
প্রেক্ষাপট এই ভাবতে গেলে আসবে শুধু কাঁদন,
দুঃখগুলো ডাকতে তুমি পাবে না তো ছাঁদন।
চিহ্ন করে সম্পর্ক সব ছাড়বে আগেই বাঁধন,
মন্দ বলে চোখ আড়ালে - দেখায় অভিবাদন।
কে আপন আর কে বা যে পর বুঝা বড় দায়,
কাছে মানুষ মারবে চুরি আছে কি উপায়?
আঁধারে আজ ডুবে গেছে মানবতা হায়,
মুক্তি কোথায় শক্তি বলে মানুষ নিরুপায়,
অপার দুঃখ সয়ে-সয়ে হচ্ছে কঠিন পাথর,
পারা পারে অনাহারে হবেই দেহ নিথর।
থর থরে থর কাঁপছে ভুবন জ্বলবে যেমন খর,
পুড়বে শহর গ্রাম ও নগর শূন্য জলের সাগর।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৬ ফাল্গুন ১৪৩০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
২০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।