তোমায় ভালোবেসে (গীতিকাব্য)
- ফয়েজ উল্লাহ রবি
চাঁদ জাগা রাত স্নিগ্ধ সকাল আছি পাশে বসে,
রোদে মেঘে বারো মাসে তোমায় ভালোবেসে।।
তপ্ত দুপুর কান্ত বিকেল তোমায় ভেসে-ভেসে।।
ফুটে যে ফুল ঝরে পরে ভুলে সবাই তারে,
ঘ্রাণ দিয়ে সে কান্ত আজি ডাটা ই থাকে ঝাড়ে।।
সুখী আমি হবোই তবে তোমার কাছেই এসে।।
নদী বয়ে ভাটির টানে প্রাণে উজান বেয়ে
সব দিয়েছি উজাড় করে সখি তোমায় পেয়ে।।
তোমার প্রাণে চেয়ে সারা জীবন থাকবো বসে।।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
১৯ ফাল্গুন ১৪৩০, ০৩ মার্চ ২০২৪
২০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।