=ফিরিয়ে দাও চাবি=
- কাজী ফাতেমা ছবি ২০-০৫-২০২৪

©কাজী ফাতেমা ছবি

কী আর এমন দোষে দোষী করে তোমরা এমন করলে
বন্ধ করে দিলে আমাদের ব্লগারদের সখ্যতায় গড়া
বন্ধু প্রতীম প্রানপ্রিয় ব্লগটিকে!

দিনভর নানান কাজে ব্যস্ত থেকে থেকে যখনই
ক্লান্তি ধরতো ঝাপটে, ছুটে যেতাম সেই বন্ধুর কাছে
যেখানে গেলে ক্লান্তি যেতো পালিয়ে,
গল্প আড্ডা আর মন্তব্যের খুঁনসুঁটিতে কেটে যেতো
ক্লান্তি, বিষাদে ধরা সময়গুলো।

কতটা উচ্ছ্বল ছিলো বন্ধুটি আমাদের;
মনে পড়ে কী তোমাদেরও সেই সেই দিনগুলো?
যে দিনগুলোতে পোস্টে পোস্টে হয়ে যেতো সয়লাব,
কত শত পোস্ট, চোখ ঘুরালেই চলে যেতো দ্বিতীয় পাতায়,
কখনো দৃষ্টিনন্দন শব্দের সমাহারে কবিতা,
কখনো ছন্দে অন্ত্যমিলের রঙবাহারী ছড়া;
কখনো জীবনের উপন্যাস শব্দে শব্দে হতো বোনা
কখনো সুখ দু:খের অথবা হাসির গল্প।

এসব পড়ে কখনো হেসে দিতাম আনমনে
আবার কিছু পড়ে চোখে চলে আসতো জল।
বন্ধু ব্লগ আমাদের কেমন চুপসে গেছে!
দেখেছো তোমরা, অনুভব করতে পারছো কী?
তোমরা যারা কী দিন কী রাত
এখানেই থাকতে পড়ে,
মন্তব্যে মন্তব্যে অনুপ্রেরণা যোগাতে অন্যদের,
আজ তোমরাও এখানে আসো না সহসা।

পর্ণের তকমা গায়ে লাগিয়ে বদনামী করে দিলে,
বন্ধু আমাদের বিষণ্ণ মুখ নিয়ে রোজ দাঁড়িয়ে থাকে,
কেউ ছুঁতে গেলেই তার কাছে যাওয়ার দুয়ার
হয়ে যায় বন্ধ, সে কাঁদে নিরবে!
বিষণ্ণ চোখে তাকিয়ে আমিও দেখি, ক'জন বন্ধু
লাইনে হয়েছে অন, আর ক'জন আছেন ভিজিটর।

ফিরিয়ে নাও তোমাদের দেয়া এসব অযাচিত বদনাম
ফিরিয়ে দাও আমাদের সেই বন্ধুকে,
যে কীনা ছিলো উচ্ছ্বল প্রাণোবন্ত, যাকে ছুঁলে আমরাও
সুখে হতাম শিহরিত।
খুলে দাও বন্ধুর বুকের দুয়ার, চাবি নিয়ে দূরে দাঁড়িয়ে
তামাশা দেখছো বুঝি? ........ অনুনয় করি, বিনয় সুরে
আবারও বলছি ফিরিয়ে দাও সেই চাবি,
যে চাবি দিয়ে তালা খুলে আমরা হুড়মুড় করে ঢুকবো
আমাদের প্রাণের বন্ধুর ঘরে, যেখানে আমাদের অযস্র
স্মৃতি হুটোপুটি খাচ্ছে.....ফিরে যেতে চাই সেখানে,
সেই আগের মত হয়ে যাবে উচ্ছল আমাদের বন্ধু।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।