গোলাপ-১৪-১৫
- কাজী ফাতেমা ছবি ২০-০৫-২০২৪

১৪। মন বড় উচাটন, গোলাপ হতে পারলে ঠিক হতো, তুমি ছুঁয়ে দিতে আর আমি নুয়ে পড়তাম তোমার ভালোবাসায়।

১৫। জল ছিটিয়ে দিয়ো মনের বাগে, এক টুকরা প্রশান্তি বয়ে যাক মন বাগানে। তুমি আসলেই সেখানে থরে থরে ফুটবে সুখ গোলাপ ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।