তোমার ভাবনায়
- ফয়েজ উল্লাহ রবি

কেমন তোমার কাটছে দিন কেমন বর্তমান?
প্রধান হওয়ার ইঁদুর দৌড়ে গড়েছ যে ব্যবধান।
পরিধান সব চকচকে আজ নিজকে ভাবো সংবিধান,
উপরে আর উঠবে কতো? তুমি তো নও অনির্বাণ।
পড়েই তোমায় ভুলে যে যাই ভূগোল বিজ্ঞান ইতিহাস,
উচ্ছ্বাস আমার দেখেই অবাক করছে লোকে উপহাস।
উপবাসে কাটছে বেলা তোমার ভাবনায় পরবাস,
একা যেনো ভূতের গলি যায় না করা বসবাস।
পাইলে আশ্বাস একটু বিশ্বাস প্রাণ খুলে নেই নিশ্বাস,
এই ভুবনে তুমি ছাড়া বেঁচে থাকাই অবিশ্বাস।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ ফাল্গুন ১৪৩০, ০৭ মার্চ ২০২৪


২০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।