উত্তোলন
- ফয়েজ উল্লাহ রবি
আন্দোলনের নামে তুমি দেখাও শক্তি আস্ফালন,
আগে তো সব ছিলোই ভালো এখন হলো কি স্খলন?
মিথ্যে প্রেমের বাঁধন বেঁধে রেখেছিলে সন্তোলন,
কতো দিনে হবে তোমার ধোঁকা দেয়ার পাপ ক্ষালন?
কোন আঁধারে ছিলে তুমি কোথায় থেকে উত্তোলন,
ভুল ছিলো কি লালন–পালন মিথ্যে তোমার সঞ্চালন?
বলো কথা আসে যা মন দেওনা তো সেমি-কোলন,
দেখো না তো ভালো-মন্দ হওনা যে আর উন্মীলন।
প্রেম কতোটা ধোঁকা কতো করলে শুধুই বোকা?
কতো দিনের অনুশীলন মিথ্যে প্রীতি-সম্মিলন।
উন্মীলন - চোখ মেলা, উন্মেষ, প্রকাশ।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ ফাল্গুন ১৪৩০, ০৭ মার্চ ২০২৪
২০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।