=কোমল=
- ফয়েজ উল্লাহ রবি
উজ্জ্বল তোমার মুখের হাসি করে আমায় কোমল,
নির্মল চোখে চেয়ে থেকে হয় যে হৃদয় দুর্বল।
শ্যামল এই জমিন ও বুকে তুমিই যে এক সম্বল,
আমল আমার ভালো বলেই আঁখি তোমার প্রোজ্জ্বল।
হাজার ছোবল পারবে না তো হউক না যতোই নির্মম,
নির্মূল আমায় করবে কেমন হাসবো হাসি কমল।
কবল করার ক্ষমতা কার? বলুক সব আবোল-তাবোল,
টলমলে জল হবে বিফল জ্বলবে আলো ঝলমল।
সমূলে সব বদলে নেবো হবো না বিহ্বল,
প্রবল ইচ্ছে শক্তি বলে হয়ে যাবো কোমল।
শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
২৪ ফাল্গুন ১৪৩০, ০৮ মার্চ ২০২৪
২০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।