পন্ডশ্রম
- ফয়েজ উল্লাহ রবি
পিতা-মাতা অমূল্য ধন ভাবো কেনো পেরেশানি?
মায়ের পায়ে স্বর্গ পিতা তার চাবি মহা-সম্মানী!
থাকতে বেঁচে বুঝ না দাম মরলে হবে দৃশ্যমান,
কাঁদবে তখন আজকে ভেবে; সন্তান করলে বদন ম্লান।
সারা জীবন তোমার যারা গেয়েই গেলো গান,
শেষ বিকেলে এসে কেনো থাকবে পেরেশান?
তার ঘরেই তার হয়না জায়গা - মিলে বৃদ্ধাশ্রম,
রক্ত-ঘামে গত জীবন হয়েছে সব পন্ডশ্রম
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ ফাল্গুন ১৪৩০, ০৭ মার্চ ২০২৪
২১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।