শিশির ভেজা মাথা
- আলমগীর সরকার লিটন ০৯-০৫-২০২৪

মানুষ ভাবে কি- বলে কি?
সবই রঙ্গ তামাশার খেলা;
কোন মেঘ নেই, বজ্রপাত নেই
নেই শীতের উষ্ণতা,
তবু ঘর দুপুরে চৈত্রের মেলা-
মেলো জুড়ে মাথায় শিশির জমা
দু’হাতের বৃষ্টির খেলা
কে বুঝে, বুঝা বড় দায়-
ভবের সংসারে বেড়া জাল
তবু বলে কি, শিশির ভেজা মাথা।
২১-৩-২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।