তুমি বৃষ্টি হয়ে ঝড়লে যখন (গীতিকাব্য)
- ফয়েজ উল্লাহ রবি

তুমি বৃষ্টি হয়ে ঝড়লে যখন, মুছে দিলে দু’চোখের জল
তবে কেন তুমি বিনা কারণে এতোটা কাঁদালে আমায়।
“ভাল যদি বাসবেই, কাছে যদি আসবেই
তবে কেন দূরে গিয়ে দুখের সাগরে ভাসালে”।।

তোমায় ঘিরে পৃথিবী আমার, তুমি সাত রাজার ধন
জীবন দিয়ে ভালবাসবো তোমায়, করেছি এই পণ।
“ভাল যদি বাসবেই, কাছে যদি আসবেই
তবে কেন দূরে গিয়ে দুখের সাগরে ভাসালে”।।

কতোটা তোমায় ভালবাসি, জানে আকাশ নদী
বাঁচবো না কভু কোন দিনও, তুমি ছাড়া আমি।
“ভাল যদি বাসবেই, কাছে যদি আসবেই
তবে কেন দূরে গিয়ে দুখের সাগরে ভাসালে”।।

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণপর্ব ৩ মাত্রা

কণ্ঠশিল্পী: মাইন উদ্দিন, তৃষা তিথী, সুরকার: সাজেদুর সাহেদ

https://www.youtube.com/watch?v=IJ6sgNutF-Y

দাম্মাম, সৌদিআরব
২০১৬


২২-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।