অগ্নিবীণায় মধুর সুর - গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
আমার মনের মাঝে অগ্নিবীণা ঠোঁটে মধুর সুর
বুকের মাঝে নামটি তোমার ভালবাসার সমুদ্দুর।।
সাক্ষী রেখে সাগর-নদী রেখেছিলাম হাতে হাত
হৃদয় তোমার বসত গড়ে কাটুক আমার দিন আর রাত।
আগ বাড়িয়ে বলো সখি হাতটি তোমার কতো দূর।।
তোমার চোখে স্বপ্ন রেখে তোমার মনেই বসবাস
সব কিছুতেই তুমি আমার কেনো করো না বিশ্বাস?
হাসলে তুমি আকাশ হাসে ছড়ায় আলোর জ্যোতি, নুর।।
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণপর্ব ৩ মাত্রা
২৮/০৮/২০১৬
২২-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।