=সুখ= গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
সুখের সময় কতো মানুষ দুঃখতে কেউ নাই,
বন্ধু তুমি কতো দূরে কোথায় খুঁজলে পাই?
সুখের আশায় খুঁজা-খুঁজি দুঃখ ভুঁড়ি ভুঁড়ি
সুখ যে আমার সোনার হরিণ, পথে-পথে ঘুরি।
ধরতে তারে পারিনা আর উপায় কি বলো সাঁই।।
আকাশ-পাতাল এক করে ফের মন ভাঙ্গে মন গড়ে,
লীলা-খেলা কে বুঝে আর জীবনটা তার পড়ে।।
চক্ষু আড়াল লুকোচুরি তার কোথায় খোঁজতে যাই।
২২-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।