=মানুষ= গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
বোবার হাতে বাঁশি দিয়ে অন্ধরে জিগাও ঠিকানা,
আর কতোটা ধোঁকা দেবে করবে কতো বাহানা।।
নিজকে তুমি ভাবছ বড়ো বাকি সবাই ছোটো
তোমার চোখে রঙিন ভুবন সব স্বপন যে লুটো।
ডাকলে তুমি দেবে সাড়া; আমি তো আর দেব না।।
হাজার লোকের ভিড়ে দেখি প্রায় সকলে মন্দ,
ভালো মানুষ আছে ভবে থাকুক যতোই ধন্দ।
মনটা তোমার কালো হলে ভালো মানুষ পাবে না।।
২২-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।