=তোমাকে চাই= গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
লোকে বলে আগুন যে তোর চোখে মুখে অঙ্গ জুড়ে,
সেই আগুনে কতো প্রেমিক রাস্তা-ঘাটে মরে পোড়ে।।
লোকের কথায় কি আসে যায় ছুঁয়ে দিলাম হাত,
ভয়ে-ভয়ে কাছে এসেই করলাম বাজিমাত।।
তোর প্রেমেতে বিনা শরাব নেশায় মাথা ঘুরে।।
একলা আকাশ একলা আমি, উড়ছে কতো ঘুড়ি,
তোর চোখেতে রেখে যে চোখ, আমিও সাথ উড়ি।
জীবন কাটুক তোর বাঁধনে, নানান গানের সুরে।।
২২-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।