=তুমি এলে= গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
তোমার কানে বাজে বাঁশি আমার প্রেমের সুর
কতো তুমি ভুলে যাবে যতোই হও দূর।।
আকাশ তারা সাগর নদী সাক্ষী বনের পাখি
তুমি আমার মনের মানুষ মনে মাখা মাখি।
আঁধার রাতে তুমি আমার পূর্ণিমারই নুর।।
পাওয়ার ইচ্ছে গুলো বেঁধে রাখি শূন্যতারই ডোরে
প্রাপ্তি আমার কাঁদায় শুধু সেই হারিয়ে যাওয়ার ঘোরে।।
হাত বাড়িয়ে তোমার পানে অপেক্ষাতে থাকি
বুকের মাঝে শূন্য ঘরে তোমায় শুধু রাখি।
তুমি এলে জীবন আমার খুশি সুখীপুর।।
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব ৪, অপূর্ণ পর্ব ২
২৬-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।