মনের মানুষ (গীতি কাব্য)
- ফয়েজ উল্লাহ রবি
দূর আকাশের তারার মাঝে তোমায় আমি খুঁজি
আর কিছু না বুঝি আমি তোমায় শুধু বুঝি।
তুমি আমার মনের মানুষ এই হৃদয়ে রাখি
দুরে-দূরে থাকো তুমি কাছে আসার বাকী।
এই জীবনে তুমি আমার সুপ্ত প্রেমের পুঁজি।
কূল হারানো নদী আমি যদি দূরে থাকো
বেঁচে উঠি নতুন করে যদি বুকে রাখো।
তোমায় ছাড়া বাঁচবো না কইলাম সোজাসুজি।
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: ৪+২
২৬-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।