তোমায় ছাড়া (গীতিকাব্য)
- ফয়েজ উল্লাহ রবি

চাই না আমি দালান কোঠা চাইনা ঘর বাড়ি
তোমায় ছাড়া জীবন আমার ভাবতে যে না পারি ।।

সকাল বিকেল মিশে আছো আমার বুকের এই অন্তরে
যদি কভু শোনতে যে পাই সঙ্গেতে নাই যাবো যে মরে ।
আমার সাথে তুমি যেন ইঞ্জিন আর গাড়ি ।।

দিনের বেলায় সূর্য ভালো, রাতের কালে আকাশে চাঁদ,
জোনাক জ্বলে মন যে নাচে জোছনা রাতে আলোর বাঁধ ।
চলে যদি যাবে কভু দুনিয়া দেব ছাড়ি ।।

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব-৪ অপূর্ণ পর্ব-২


২৬-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।