রঙ্গের দুনিয়া (গীতিকাব্য)
- ফয়েজ উল্লাহ রবি

এই দুনিয়ার খেলা ঘরে কেউ র’বেনা চির তরে,
সময় হলে যেতেই হবে কেউ আগে আর কেউ বা পরে।

দু’দিনের এই রং তামাশা হঠাৎ করে ভাঙ্গবে বাসা,
চলে যাবে খালি হাতে হায়রে জীবন সর্বনাশা।
সঙ্গে নিলে পাড়ের কড়ি সুখে র’বে আপন ঘরে।।

ভুলে গিয়ে মানুষ তুমি কাজের কথা মিথ্যে ঘোরে,
ভাবছো তুমি মহান হয়ে পাবে সবই গায়ের জোরে।
মাফ পাবে না ভালো কাজ না করে যাবে যদি মরে।।

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: মাত্রা-৪


২৬-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।