তোমাকে চাই
- আকতারুল ইসলাম

শুধু তোমাকে চাই প্রতি রক্তিম প্রভাতে,
দাঁড়িয়ে থেকো সুফলা ফসলের ক্ষেতে ।
তোমাকে চাই অগ্নিশর্মা শৈল্পিক কোলাজে,
দেখা দিও কোন নবজাত বিদ্রোহী কাব্যে।
শুধু তোমাকে চাই আমি বেলা অবেলায়
স্বাধীনতা, তুমি উঁকি দিও বদ্ধ জানালায়।


২৬-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৮-০৩-২০২৪ ০৩:৫৪ মিঃ

বেশ

আকতারুল ইসলাম
০৩-০৪-২০২৪ ১৬:৫৫ মিঃ

আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় কবি। ভালো থাকবেন সবসময়।

২৭-০৩-২০২৪ ২৩:৪৯ মিঃ

বাহ! দারুণ অন্তমিলের নান্দনিক কারুকার্যময় কবিতা রচনা করেছে ন এবং শব্দের নন্দিত বুননে অসাধারণ লেখায় মন ভরে গেল

আকতারুল ইসলাম
০৩-০৪-২০২৪ ১৬:৫৫ মিঃ

অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় কবি। আপনার অনুপ্রেরণা আমাকে উজ্জীবিত করল। ভালো থাকবেন সবসময়। শুভকামনা জানাই অবিরাম।