ধোঁকাবাজ
- ফয়েজ উল্লাহ রবি
ও তোর মনে রেখে নবী আল্লাহ রাসুল ক্যামনে করিস মন্দ কাজ,
পোষাক যে তোর ধবধবে রং চকচকে মনেতে কি তোর নাই রে লাজ।
মাথায় টুপি রোজ নামাজে রাখছো রোজা মুখে-মুখেই আল্লাহ ডাক,
লোভের মায়ায় থাকিস ডুবে পাপ দিয়ে পাপ ডাকিস মুখে বন্ধ চোখ আর নাক।
ভাবিস রে তুই সারা জীবন থাকবি ভবে করবি এমন করেই রাজ।।
ও তোর লোক ঠকানো ধোঁকা দেয়া লুট করা এই প্রতারনার মিছে ছল,
চলবে কয় দিন থামবে এক দিন সময় তখন হাসবে যখন থাকবেনা বল।।
রঙ্গের মেলা ভাঙ্গবে যখন দেখবে আঁধার বুঝবে মাথায় পড়লো বার্জ।।
ছন্দ: স্বরবৃত্ত
২৬-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।