ভালোই আছো (গীতিকাব্য)
- ফয়েজ উল্লাহ রবি ১৯-০৫-২০২৪

হয়তো তুমি ভালোই আছো তারার দেশে
মিষ্টি মুখে হাসছো সুখে মেঘের শেষে।

তুমি) সূর্যের আলোয় সাজাও জীবন চাঁদের আলোয় বাজাও মন,
একেলা কি আর কাটে জীবন সাথী নিয়ে সাজে ভুবন।
ভালোই আছো সুখে আছো ভুলে আমায় ভালোবেসে।।

ভালো আছো বন্ধু তুমি সুখেই ডুবে থাকো
আছি আমি কেমন করে সেই খবর কি রাখো?

আমার) আঁধার সাথী বাজে বাঁশি নইতো ভালো দুঃখেই বাঁচি
কষ্ট মনে হাসসি তবু তোমার আশায় ফিরে আসি।
সুখি আমায় কইরো বন্ধু কাছে এসে ভালোবেসে।।

ছন্দ: স্বরবৃত্ত

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faizbd1
০৬-০৫-২০২৪ ১২:৪৯ মিঃ

হয়তো ভালোই আছো?
হয়তো তুমি ভালোই আছো সুখেই আছো তারার দেশে
মিষ্টি হাসো ভালোবাসো সুখেই ভাসো মেঘের শেষে।

তুমি) সূর্যের আলোয় সাজাও জীবন চাঁদের আলোয় বাজাও মন,
একেলা কি আর কাটে জীবন? সাথী নিয়েই সাজে ভুবন।
ভালোই আছো সুখে আছো ভুলে আমায় ভালোবেসে।।

ভালোই আছো তুমি বন্ধু সুখেই ডুবে থাকো,
আছি আমি কেমন করে সেই খবর কি রাখো?

আমার) আঁধার সাথী বাজে বাঁশি নইতো ভালো দুঃখে আছি,
কষ্ট মনে হাসি তবু তোমার আশায় ফিরে আসি।
সুখি আমায় করো বন্ধু কাছে এসে ভালোবেসে।।