তুমি আছো (গীতিকাব্য)
- ফয়েজ উল্লাহ রবি

তুমি আছো আমার গানের আস্থায়ীতে থাকো অন্তরায়,
ভেবে ভেবে তোমার কথা দিবা-নিশি আমার কেটে যায়।
‘হাতে তোমার ছোঁয়ে হাত, চোখেতে রেখে চোখ
মুখে-মুখে রটে দেখছে ষোল কোটি লোক’ ।।

ফেসবুকেতে লাইভে এসে দেখা দিলাম দুজন
কাছা কাছি পাশা পাশি থেকে হলাম সুজন ।
আমরা দুজন মিললে পরে, দূর হয় যতো শোক ।।

সূর্য ডুবে রাতে জোৎস্না হাসে আলোর বানে
কাননে ফুটলে ফুল ভ্রমর আসে ফুলের ঘ্রাণে ।

পাশে আছো তুমি তাই, জীবনেরই গান গাই
শতো দুঃখে হাসি মুখে স্বর্গ খুঁজে পাই
পাশে যদি না থাকো যব, হই যে আমি বোক ।।


২৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।