ধোঁকা (গীতিকাব্য)
- ফয়েজ উল্লাহ রবি

যে প্রেমে ঘর ছাড়লা তুমি সেই প্রেম দিলো ধোঁকা,
খুঁজে-খুঁজে ক্লান্ত প্রেমিক রয়েই গেলে বোকা ।।

রেখেছিলে মনে যারে অতি যতন করে,
সে তোমারে দাগা দিলো রেখে শূন্য ঘরে।।
চিনলেনারে কাল নাগিনী বিষোধর দুই মুখা ।। ঐ

জীবন তোমার রেখে বাজী করলে লড়াই সমাজে
লোকের চোখে মন্দ সেজে নেই যে তুমি তার মাঝে ।।
বুঝলেনারে পাগল এই মন প্রিয়া তোর এক চোখা ।। ঐ

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণপর্ব-৪ অপূর্ণপর্ব-২


২৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।