নারী- গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি

নারী তোমায় কি নামে যে ডাকি
তুমি মমতারই খনি ভালোবাসার বাণী
নারী তোমায় কি নামে যে ডাকি, তোমায় কি নামে ডাকি ।।

দয়া তোমার বুকটা জুড়ে ঠোঁটের কোণে হাসি
আদর সোহাগ দিয়ে ভালোবাসো রাশি-রাশি ।।
সেই তোমারে দূরে রেখে কেমনে সরে থাকি ।। ঐ

জন্ম দিলে মা জননী দেখাও মায়া মহাময়ী
প্রেম শাসনে রাখছো বেঁধে তুমিই মমতাময়ী।।
তোমার কাছে না এসে মা মনটা কেমনে বেঁধে রাখি ।। ঐ

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণপর্ব-৪ অপূর্ণপর্ব-২


২৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।